সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় জারলিয়া জলমহালের দখলকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন হাতিয়া গ্রামের শাহনুল্লাহর ছেলে তাজুল ইসলাম (৩৫), আকিলনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহারুল মিয়া (২২) ও আমান উল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩০)। নিহতরা সবাই একরার হোসেনের পক্ষের লোকজন বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশে জারলিয়া জলমহালে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জারলিয়া জলমহাল নিয়ে দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ও হাতিয়া গ্রামের একরার হোসেনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে গত দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ অবস্থায় ধনঞ্জয় দাসের লোকজন জলমহালের দখল নিতে গেলে অপরপক্ষ একরার হোসেনের লোকজনের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
আহতদের মধ্যে ৪ জনকে দিরাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় অপর ১৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে শাহরুল মিয়া ও হাসপাতালে ভর্তির পর উজ্জ্বল আহমদ মারা যান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, নিহতদের শরীরে বন্দুকের গুলির চিহ্ন আছে।
Leave a Reply