সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ঝড়েপড়ায় শীর্ষে থাকা শিক্ষা প্রতিষ্ঠান পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল চালু করতে অভিভাবকদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের উদ্যোগে ও অনজু রায় স্মৃতি পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এ উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক টিপু হাওলাদার। শিক্ষানুরাগী জয়ন্ত কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির চেয়ারম্যান শাহজাহান সিরাজ, শিক্ষানুরাগী এনামুল হক, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাংবাদিক সৈয়দুর রহমান ও এসএমসির সদস্য জয়মনি দাস।
বক্তারা বলেন, কোন শিশু যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্যে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
Leave a Reply