সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সংযোগস্থলে অবস্থিত চণ্ডিডহর খেয়াঘাটে মৎস্যজীবী সম্প্রদায়ের ছোট নৌকায় দৈনিক ৫০ টাকা করে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে ৫০টি ছোট নৌকার মালিকরা চণ্ডিডহর পয়েন্টে এই কর্মসূচি পালন করেন।
তেলিকোণা মসজিদের সাবেক মোতয়াল্লি এলাই বখসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আছাদুল হক, আনোয়ার মিয়া, ট্রলার মালিক আশরাফ আলী, আকলিছ মিয়া, কবির মিয়া, লালিক মিয়া, মির্জা হোসেন, আওয়ামী লীগ নেতা মো আব্দুন নূর, তরমুছ উদ্দিন ও আব্দুল কদ্দুছ। প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, চণ্ডিডহর খেয়াঘাটের ইজারাদার দাবি অনুযায়ী চাঁদা না পেয়ে গরীব মৎস্যজীবীদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন।
Leave a Reply