সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৩৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে গৌরারং ইউনিয়ন পেশাজীবী সংগঠন, সিলেটের উদ্যোগে সুরমা সেতুর উত্তরপার, টুকেরবাজার, গৌরারং ও ভেড়াজালী এলাকায় অসহায় মানুষজনের হাতে লাচ্ছি, সেমাই, চিনি, দুধ ইত্যাদি তুলে দেন, সংগঠনের সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য মো আতিকুর রহমান, নিরঞ্জন সরকার, অসিম কুমার তালুকদার, ফজলুল হক, আবুল ফজল ও ওমর গণি রাসেল।
Leave a Reply