নিজস্ব প্রতিবেদক : দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকা এক যুগে পদার্পণ করছে।
এ উপলক্ষে শনিবার, ৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে সুধী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড নাজিয়া চৌধুরী।
অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলার খোদেজা বেগমকে ‘সংগ্রামী মা সম্মাননা’, কবি, লেখক ও সংগঠক মুতাসিম আলীকে ‘সতীর্থ সম্মাননা’, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক ও আইনজীবী হোসেন তওফিক চৌধুরী এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদকে ‘অগ্রজ সম্মাননা’ প্রদান করা হবে।
Leave a Reply