সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান ও হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ড-পাউবোর কর্মকর্তা-ঠিকাদারদের শাস্তির দাবিতে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সামনে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেটের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
সংগঠনের সভাপতি আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা সমিতির উপদেষ্টা মো আরিফ মিয়া, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক রফিকুল ইসলাম খসরু, জ্যেষ্ঠ সহ সভাপতি আজিজুর রহমান সুন্দর, সহ সভাপতি এম এ মুকিত, জাসদ নেতা আলা উদ্দিন মুক্তা, সাবেক অধ্যক্ষ আব্দুল আলিম, রাজনীতিবিদ শাহজাহান সিরাজী, অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিন, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাতক উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেটের কোষাধ্যক্ষ কুহিনূর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম টিপু, প্রচার সম্পাদক দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুর রহমান বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সদস্য মো ফজলুর রহমান, সহকারী অধ্যাপক সাব্বির আহমদ, হিরণ মাহমুদ নিপু, মো আবুল কালাম, আবুল খায়ের, আব্দুর জব্বার শাহী ও ফয়জুল হক।
Leave a Reply