সুনামগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ ও নিবিড় মনিটরিংয়ে এবার হাওর রক্ষা বাঁধের কাজ ততটুকুই করা হয়েছে। আশা করা যাচ্ছে, কৃষকরা ২০ এপ্রিলের মধ্যে সোনার ধান ঘরে তুলতে পারবেন।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউসে কৃষক, প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বীরপ্রতীক, পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, অতিরিক্ত সচিব ইউসুফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীরপ্রতীক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম।
Leave a Reply