বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কাঠইর বাজারে একাধিক ভিটা জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার, ১১ অক্টোবর দুপুরে এলাকাবাসী ও কাঠইর বাজার কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক মো আব্দুল মতিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আব্দুল ওয়াহিদ, আব্দুল মতিন, কাঠইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুব্রত তালুকদার সেতু, ব্যবসায়ী রিংকু সরকার ও শারীরিক প্রতিবন্ধী অলিউর রহমান।
বক্তারা বলেন, কাঠইরসহ আশপাশের সাতটি গ্রামের মানুষ মিলে ১৯৮০ সালে কাঠইর পয়েন্টে ব্যক্তি মালিকানাধীন আমন রকম ৯৩ শতক ভূমি বাজার কমিটির নামে কিনে বাজার প্রতিষ্ঠা করেন। এক পর্যায়ে বাজার কমিটি মহিলা মার্কেটের সামনে আরও স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে কাঠইর গ্রামের মৃত সাঞ্জব আলীর ছেলে মো নূরুল আমীন বাধা দেন এবং বাজারের জায়গা তার পৈত্রিক সম্পত্তি দাবি করে কয়েকটি ভিটা জোরপূর্বক দখল করে দোকান কোঠা নির্মাণ করে নেন।
নূরুল আমীন গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা অবিলম্বে অবৈধভাবে দখলকৃত ভিটা উদ্ধার, মিথ্যা মামলা প্রত্যাহার ও নূরুল আমীনকে গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply