সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জাতীয় পার্টি সমাবেশ করেছে।
বুধবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। সভাপতিত্ব করেন সাবেক সাংসদ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুসনূর, রশিদ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক, এরশাদ আহমদ, সাইফুর রহামন সমছু ও আব্দুল কাদির।
Leave a Reply