নিজস্ব প্রতিবেদক : একাত্তরের পরাজিত শত্রু আর পঁচাত্তরের চক্রান্তকারীদের সকল চক্রান্ত-ষড়যন্ত্রকারীদের নির্মূল করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকারে সারাদেশে সোমবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বাংলা ও বাঙালির ইতিহাসের এ গৌরবোজ্জ্বল দিনে সিলেট উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়।
প্রথমে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ। এরপর মুক্তিযোদ্ধারা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পরে ক্রম অনুসারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান পিএএ, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে জেলা ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ। এছাড়াও সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, অনলাইন প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব, নারী, শ্রমিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। সেখানে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানা, জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ এবং মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, সিভিল সার্জন কার্যালয়, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারি কলেজ, আইনজীবী সমিতি, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর দুর্জয় হবিগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, হবিগঞ্জ ৩ আসনের সাংসদ আবু জাহির, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও বীর মুক্তিযোদ্ধারা।
এছাড়াও হবিগঞ্জ প্রেসক্লাব ও হবিগঞ্জ টিভি জার্নলিস্ট এসোসিয়েশন, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সকাল সাড়ে ৮টায় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।
মাধবপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৯৭ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার-ভুমি আয়েশা আক্তারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, থানার ওসি ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, ফুল মিয়া, সুকোমল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম ও উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান।
শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন। পরে শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কুচকাওয়াজ পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন ও থানার ওসি আশরাফুল ইসলাম। এছাড়া আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
Leave a Reply