আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্তর এবারের একুশের বইমেলায় অগ্নিবীণা প্রকশনা হতে প্রকাশিত পাবলো নেরুদার প্রেমের কবিতা নিয়ে ‘তোমার ছায়া খুঁজে ফিরি’এবং বিশ শতকের বিভিন্ন অঞ্চলের কবির কবিতা নিয়ে ‘দীর্ঘ রাতের কথকতা’ আবৃত্তি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকায় পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে অনুষ্ঠিত হবে।
অগ্নিবীণা প্রকাশনা, চিত্রকল্প ও শ্রুতি সিলেট আয়োজিত প্রকাশনা এবং আবৃত্তি অনুষ্ঠান ‘প্রিয়তমাসু যখন রাত নামবে’তে অতিথি থাকবেন আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন। একক আবৃত্তি পরিবেশন করবেন নায়লা তারান্মুম কাকলী, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, আশরাফুল আলম ও সুকান্ত গুপ্ত।
অনুষ্ঠানে সকলের সময়ানুগ উপস্থিতি কামনা করা হয়েছে।
Leave a Reply