নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, বাংলাদেশে অনেক সুকন্যা তৈরি হচ্ছে; কিন্তু সেই হারে সুপুত্র গড়ে উঠছেনা।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসূচির জেলা পর্যায়ের অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক ছেলে সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
একই সাথে তিনি সিলেট জেলায় স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, পরিবার পরিকল্পনা ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের গতি আরো বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, প্রকৃতির ক্ষতি করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। তাই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আরো বেশি সচেতনতা গড়ে তুলতে হবে।
সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপনা করেন স্থানীয় সরকার উপ পরিচালক দেবজিৎ সিং। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা হিমাংশু লাল রায়, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, পরিবার পরিকল্পনা উপ পরিচারক ডা লুৎফুন্নাহার জেসমিন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ আহমদ। এছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন সরকারি দফতর ও উন্নয়ন সংস্থার সেবা কার্যক্রম মানুষের আরো কাছাকাছি নিয়ে যাবার উপর গুরুত্ব আরোপ করা হয়।
Leave a Reply