সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় উলামা পরিষদ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার, ৩ জুলাই রাতে মহানগরীর শামিমাবাদে সৈয়দ কমপ্লেক্সে আয়োজিত এক সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংগঠনের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ ধনুকান্দির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা রেজাউল করিম জালালি, সদস্য হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ, সদস্য নুমানী চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, কোরআন শরীফ পোড়ানোর ঘটনা বিশ্ব মুসলিমের হৃদয়কে আহত করেছে। অবিলম্বে জাতিসংঘকে এই ঘটনার বিচার করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply