বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত জনগণকে সহায়তার ধারাবাহিকতায় শনিবার ৩ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ জৈন্তাপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৫টি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
একইদিন সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক বিওপির দায়িত্বপূর্ণ নোয়ারাই ইউনিয়নের ফকিরটিলায় বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ১৫৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৫টি পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply