গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহ উদ্দিন বলেছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সকলকে আরো দায়িত্বশীল হয়ে শৃঙ্খলা বজায় রাখতে হবে। জনসচেতনতা সৃষ্টি করে বাংলাদেশের নাগরিকদের ভারতের সীমান্তে অনুপ্রবেশে বাঁধা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি ক্যাম্প প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকলের সহযোগিতায় সীমান্ত এলাকায় সকল ধরনের অপ্রীতিকার ঘটনা থেকে মানুষকে বাঁচাতে হবে।
বুধবার বিকাল ৩টায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুপার বাজারে রুস্তমপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাবের সভাপতিত্বে ও ছাত্রনেতা জৈন উদ্দিন ও আপ্তাব উদ্দিনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার, বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার রবিউল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, গুরাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসু্দ্দিন, কুপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী, ইউপি সদস্য সাহাব উদ্দিন সাবই, পাবলু মিয়া, আমিনা বেগম প্রমুখ।
Leave a Reply