নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তের দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে।
চলমান পরিস্থিতিতে সিলেট জেলার সীমান্ত এলাকায় বাড়িঘর ও রাস্তাঘাট বন্যায় প্লাবিত হয়ে পড়ায় মানুষ অত্যন্ত কষ্টে জীবন যাপন করছে।
এ অবস্থায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর উদ্যোগ ও দিক-নির্দেশনায় বিজিবি সদস্যরা সীমান্তের দুর্গম এলাকায় বন্যার্তদের সাহায্যার্থে সার্বক্ষণিক নানা কার্যক্রম চালাচ্ছেন।
এর ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর, মিনাটিলা ও ডিবিরহাওর এলাকায় ৪৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বৈরী আবহাওয়ার মাঝেও নিজে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ ও আটকেপড়াদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর কার্যক্রম অব্যাহত রেখেছেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply