সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ও অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবীর।
ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ক্রীড়া সাংবাদিক আব্দুর রশিদ রেনু ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান।
এবারের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে বিজয়ীরা হলেন, আনিস রহমান (চ্যাম্পিয়ন, প্লেয়িং কার্ড ব্রে, ডমিনোজ ও প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন এবং রানারআপ দাবা), মারুফ আহমদ (চ্যাম্পিয়ন, ক্যারম একক, ক্যারম দ্বৈত ও প্লেয়িং কার্ড কলব্রিজ), নাজমুল কবীর পাভেল (চ্যাম্পিয়ন, দাবা, প্লেয়িং কার্ড ব্রে ও প্লেয়িং কার্ড কলব্রিজ), গোলজার আহমদ (চ্যাম্পিয়ন, ডমিনোজ ও প্লেয়িং কার্ড অকশন ব্রিজ এবং রানারআপ প্লেয়িং কার্ড ব্রে), সজল ছত্রী (চ্যাম্পিয়ন, ক্যারম দ্বৈত এবং রানারআপ প্লেয়িং কার্ড অকশন ব্রিজ ও ক্যারম একক), বাপ্পা ঘোষ চৌধুরী (চ্যাম্পিয়ন, প্লেয়িং কার্ড অকশন ব্রিজ ও রানারআপ ডমিনোজ), প্রত্যুষ তালুকদার (চ্যাম্পিয়ন, সাপলুডু ও রানারআপ ক্যরম দ্বৈত), দিপক বৈদ্য দিপু (রানারআপ ক্যারম দ্বৈত ও সাপলুডু), মঈনুল হক বুলবুল (রানারআপ, প্লেয়িং কার্ড কলব্রিজ ও প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন), আবু তাহের চৌধুরী (চ্যাম্পিয়ন, সাপলুডু), শেখ আশরাফুল ইসলাম নাসির (চ্যাম্পিয়ন, প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন), আশরাফুল কবীর (রানারআপ, প্লেয়িং কার্ড অকশন ব্রিজ ও প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন), শাহ দিদার আলম নবেল (রানারআপ, প্লেয়িং কার্ড ব্রে), মাইদুল ইসলাম রাসেল (রানারআপ, সাপলুডু), মাহমুদুর রহমান মিলন (রানারআপ, ডমিনোজ) ও শফিকুর রহমান চৌধুরী (রানারআপ, প্লেয়িং কার্ড কলব্রিজ)।
Leave a Reply