সিলেট বিভাগ যুব ফোরাম নেতৃবৃন্দের পিতা-মাতা ও সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে সিলেট বিভাগ যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আরও উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ যুব ফোরামের আহবায়ক আব্দুল মুকিত, যুগ্মআহবায়ক মিজান রুমন, মিজান আহমদ, বদরুল ইসলাম, সদস্য সচিব তাকবীর আহমেদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব রমিজ উদ্দিন আহমদ আদনান, ফয়সল বাবর, সাদিকুর রহমান, আজমল আহমদ রোমন, জামাল আহমদ, মোহাম্মদ হীরা, কাওছার আহমেদ প্রমুখ।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রধান অতিথির বক্তব্যে মহানবীকে (সা) নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply