নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিকের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর ২ বছর ৩ মাস পর দায়িত্ব গ্রহণের আড়াই ঘণ্টা পার না হতেই আবাস সাময়িক বরখাস্ত হয়েছেন।
রবিবার দুপুর ২টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো মাহমুদুল আলম রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ১২ এর উপধারা (১) এর বলে আরিফুল হক চৌধুরীকে সিসিকের মেয়রের পদ থেকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেন।
এ আইনে বলা হয়েছে, সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে সরকার তাকে সাময়িক বরখাস্ত করতে পারে।
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে এক যুবলীগ কর্মী মারা যান। এ ব্যাপারে দায়েরকৃত মামলায় আদালতে গৃহীত সম্পূরক অভিযোগপত্রে আরিফুল হক চৌধুরীর নাম রয়েছে।
এই সম্পূরক অভিযোগপত্রে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউসের নাম থাকায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে
এর আগে সকাল সাড়ে ১১টায় আরিফুল হক চৌধুরী সিসিকের অস্থায়ী কার্যালয়ে গিয়ে দায়িত্ব পালন শুরু করেন।
এ সময় তিনি জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নির্দেশে বৃহস্পতিবার তিনি দায়িত্ব পুনরায় গ্রহণ করেন।
সপ্তাহের প্রথম কার্যদিবসে দায়িত্ব পালন করতে মহানগরীর কুমারপাড়া এলাকার নিজের বাসা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে হেঁটে সকাল সোয়া ১১টায় আরফিুল হক চৌধুরী অস্থায়ী নগর ভবনে এসে পৌঁছলে কয়েকজন কাউন্সিলর ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশন কর্মচারী সংসদের উদ্যোগে তোরণ নির্মাণ এবং ফেস্টুন সাঁটানো হয়।
দায়িত্বগ্রহণ করে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, মহানগরীর উন্নয়নে সবার মতামত নিয়ে তিনি তার অসমাপ্ত কাজ শুরু করবেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন জঙ্গি দমনে। নগরবাসীর কল্যাণে তিনি সরকারের সহযোগিতাও কামনা করেন।
Leave a Reply