নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শেষে ১৩৪ কেন্দ্রে তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা দাঁড়ায় ৯২,৫৮৮। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬,৩৯২ ভোট। এই হিসেবে আরিফুল হক চৌধুরী ৬,১৯৬ ভোট বেশি পেয়েছেন।
এই ফলাফলের ভিত্তিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান আরিফুল হক চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, কাঙ্ক্ষিত ফলাফলের মধ্য দিয়ে সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।
এদিকে বদর উদ্দিন আহমদ কামরান বিজয়ী আরিফুল হক চৌধুরী সহ নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply