নিজস্ব প্রতিবেদক : সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, মহানগরীর রিকাবীবাজারে নজরুল চত্বরের সৌন্দর্যবর্ধন ও ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে সংস্কৃতিকর্মীদের দায়িত্ব পালন নিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাংস্কৃতিক সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার সকালে নগর ভবন সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে অংশ নেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক আমিরুল ইসলাম চৌধুরী বাবু, বিভাসশ্যাম যাদন, শামসুল বাসিত শেরো ও নীলাঞ্জন দাস টুকু।
মতবিনিময়কালে মেয়র সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ ও নজরুল চত্বরের সৌন্দর্যবর্ধন কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেন।
তিনি ভূমিকম্প সম্পর্কে মানুষকে সচেতন করতে কর্মসূচি হাতে নেওয়ার জন্যে সংষ্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply