নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে নগর ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা, সিসিক মেয়রকে হুমকির নিন্দা জানিয়ে হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন, নগরবাসীর ভোটে নির্বাচিত মেয়রকে হুমকি দেওয়া কার্যত নগরবাসীকেই হুমকি প্রদান। এই হুমকিকে হালাকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুল মুহিত জাবেদ ও আবুল কালাম আজাদ লায়েক।
এছাড়া সিসিক কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।
Leave a Reply