NATIONAL
Japan will support Bangladesh's ongoing reform and its investors would continue to stay beside Bangladesh to help boost the country's economy
সংবাদ সংক্ষেপ
নবীগঞ্জ আলোকিত ‘৯৫ ব্যাচের উদ্যেগে গণতোষ দাশের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত দিরাইয়ে আলোচিত হত্যা মামলার দুই পলাতক আসামি সিলেট ও সুনামগঞ্জ থেকে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও সেনা বাহিনীর যৌথ অভিযানে পাইপগান সহ একজন গ্রেফতার নবীগঞ্জে মালামাল ভর্তি পিকআপ ভ্যানে ডাকাতি || চালককে অপহরণ || গ্রেফতার ১ সুনামগঞ্জে সকল ধর্মের মানুষদের নিয়ে প্রশাসনের সামাজিক সম্প্রীতি সভা হবিগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন || মিথ্যা মামলা ও মানহানির অভিযোগ বিজিবির সিলেট ব্যাটালিয়ন আটক করেছে কোটি টাকার চোরাচালানী পণ্য নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করার ঘোষণা সিলেট সিটি কর্পোরেশন প্রশাসকের সিলেটে ভ্যাট দিবস পালিত || শুরু হয়েছে ভ্যাট সপ্তাহ-২০২৪ এসএমপির সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণকালীন যৌথ মহড়া অনুষ্ঠিত বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক মাধবপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা জ্ঞাপন জুড়ীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন কোতয়ালি পুলিশ বন্দরবাজার থেকে ১২০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে সুদৃঢ় ঐক্যে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিসিক প্রশাসকের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হেলেন সিলভেস্টারের নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৭ নভেম্বর/২২ কার্তিক) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আবু আহমদ ছিদ্দীকী নগর ভবনে প্রতিনিধি দলের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর প্রতিনিধি দলের সদস্যরা সিসিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হেলেন সিলভেস্টার বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সাংস্কৃতিক সম্পর্ক ৬৫ বছরের। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি জেলায় ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, মেধা ও সংস্কৃতির বিনিময় এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
তিনি আরো বলেন, ‘আমরা মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণকে আত্মবিশ্বাসী করে উন্নত জীবনের আকাঙ্ক্ষা সৃষ্টিতে কাজ করছি। চেষ্টা করছি বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন, উচ্চশিক্ষা ও ইংরেজি শিক্ষায় অবদান রাখার। সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ই-লাইব্রেরির বইপুস্তক, ই-বুক ও জার্নাল পড়ার সুযোগ দেওয়া হবে।’ হেলেন সিলভেস্টার সরকারি ও বেসরকারি খাত এবং সুশীল সমাজের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা, দক্ষতা, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও নাগরিক অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি সিলেট সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার উন্নয়নে যৌথভাবে সিসিকের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে যৌথ কার্যক্রমের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আগামীতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি সিলেটের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানও বক্তব্য দেন।
এছাড়াও সিসিক সচিব মো আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো ইসলাম উদ্দিন, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) একলিম আবদীন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো আবুল ফজল ও শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest