নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের ইতিহাসে প্রথম বর্ণিল আয়োজনে নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করলেন।
দ্বিতীয় দফায়ও পূর্ণ মেয়াদ শেষে সিসিকের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার, ৭ নভেম্বর নবনির্বাচিত মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে মেয়রের কার্যালয় কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের উপস্থিতিতে এ দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
এরপর বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী ও নতুন মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের সহধর্মিণীগণ সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কাগজপত্রে স্বাক্ষরদান ও বিনিময় শেষে নতুন মেয়রকে মর্যাদাপূর্ণ আসনে বসিয়ে দেন বিদায়ী মেয়র। এ সময় বরণ ও বিদায়ের সংমিশ্রণে অন্যরকম আবেশ বিরাজ করছিল।
আধাঘণ্টার দায়িত্ব হস্তান্তর শেষে নগর ভবন প্রাঙ্গণে সুধী সমাবেশ যোগ দেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, দুই মেয়র ও সিসিকের ৪২ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ। এছাড়াও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য মো শফিকুর রহমান চৌধুরী, জেলা শাখার সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দীকী, সাবেক সচিব নজরুল ইমলাম খান, মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরিফ, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট শিল্পপতি ইকবাল আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন রজত কান্তি গুপ্ত ও জান্নাতুল নাজনীন আশা।
এর আগে বাদ জোহর মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী সহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেন।
Leave a Reply