সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটের সংস্কৃতিকর্মীরা সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে এই গণসংযোগ শুরু করা হয়।
প্রথমদিন চৌহাট্টা, আম্বরখানা, রাজারগলি ও দর্শনদেউড়ি এলাকায় এবং সোমবার রিকাবীবাজার ও লামাবাজার এলাকায় গণসংযোগ করা হয়।
এর আগে শনিবার বিকেলে শারদা স্মৃতি ভবন এলাকায় বদর উদ্দিন আহমদ কামরান সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে মহানগরীতে সাংস্বৃতিক বলয় গড়ে তোলা সহ সংস্কৃতিকর্মীদের মতামত নিয়ে শিল্প-সংস্কৃতির বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেবেন।
Leave a Reply