নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী শুক্রবার সকালে মহানগরীর কুয়ারপাড় এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিজয়ী হলে তিনি সিলেটকে আধুনিক ও সকলের বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবেন।
আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় সিলেটে উৎসবমুখর পুরিবেশে সবাই ভোট দিতে পারবেন।
এদিকে সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান দুপুরে মহানগরীর সোবহানীঘাট ও ছড়ার পাড় এলাকায় গণসংযোগ করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দলীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছেন।
Leave a Reply