নিজস্ব প্রতিবেদক : সুশাসনের জন্য নাগরিক-সুজন এবারো সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের জনগণের মুখোমুখি করেছিল।
এ উপলক্ষে বুধবার দুপুরে মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেনিসয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে ৭ মেয়র প্রার্থীই নির্বাচিত হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন।
প্রথমে ছিল জনগণের প্রত্যাশার কথা। এরপর মেয়র প্রার্থীরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। এরপর প্রশ্ন ও উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
‘জনগণের মুখোমুখি’ শিরোনামের এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সুজন সাধারণ সম্পাদক ড বদিউল আলম মজুমদার।
Leave a Reply