নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ৬ জন করে প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন, দলের মহানগর সভাপতি সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর ও অধ্যাপক জাকির হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিমও আওয়ামী লীগের প্রার্থীতা চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসেইন, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া সালাউদ্দিন রিমন নামের একজনও বিএনপির প্রার্থীতা চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিকেলে বিএনপির মেয়র প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হয়।
Leave a Reply