নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২ লাখ ২৬ হাজার ৬৪৩টি ভোট পড়েছে।
এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা) মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের হিসাব মতে অন্যান্য মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪, স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯, মো আবদুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬, মো ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮, জাকের পার্টির মো জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫, জাতীয় পর্টির মো নজরুল ইসলাম (লাঙ্গল) ৫০ হাজার ৮৬২ ও মো শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮।
Leave a Reply