নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে বৃহস্পতিবার এই ৯ প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমা দেন।
যে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিসিকের সদ্য প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা মোয়াজ্জেম হোসেন খান, মহানগর জামায়াতে ইসলামীর আমির এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদের আবু জাফর, মুক্তাদির হোসেন তাপাদার, এহছানুল হক তাহের ও কাজী জসিম।
এর মধ্যে বদর উদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী, ডা মোয়াজ্জেম হোসেন খান ও আবু জাফর নির্বাচন করবেন দলীয় প্রতীক নিয়ে। অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া কাউন্সিলর পদে ১৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Leave a Reply