নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ২০১৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে ধর্মকে ব্যবহার করে হেফাজত ইস্যুতে মিথ্যাচারের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের মধ্যে কিছু বিভক্তির কারণে দলীয় প্রার্থীর পরাজয় হয়েছিলো; কিন্তু এবার আর মিথ্যাচারের সুযোগ নেই। দলও ঐক্যবদ্ধ। তাই এবারের সিসিক নির্বাচনে জয়ের ব্যাপারে দল শতভাগ আশা রাখে।
সিসিক নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ বিশেষ বর্ধিত সভা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সিসিক মেয়র পদে দলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়।
Leave a Reply