আসন্ন সিলেট সিটি কর্পোরেশন-সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সিলেট নগরবাসীর প্রতি সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আহবান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দলীয় প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করা এখন আমাদের সকলের একান্ত কর্তব্য। সকল ভেদাভেদ ভুলে এখন থেকে তাকে বিজয়ী করতে বিশেষ করে দলের প্রতিটি নেতাকর্মীকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, দলের জয় আমাদের সকলের জয় ‘
পররাষ্ট্র মন্ত্রী বলেন, শনিবার, ১৬ এপ্রিল দুপুরে গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
Leave a Reply