নিজস্ব প্রতিবেদক : সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তা প্রশস্তকরণ কাজ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে।
সোমবার দুপুরে উইমেন্স মেডিকেল কলেজের সভাকক্ষে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সড়ক প্রশস্ত করার জন্য মেয়রকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সিসিক সূত্র জানায়, অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় গত কয়েক মাস ধরে মহানগরীর নয়াসড়ক থেকে চৌহাট্টা সড়কের প্রশস্তকরণ কাজ শুরু হয়। সিসিক মেয়রের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিক সড়কের জন্য ৬ ফুট জায়গা ছাড়তে রাজি হন। এর পরিপ্রেক্ষিতে শুরু হয় সড়ক প্রশস্তকরণ করার কাজ; কিন্তু ১৭ জুলাই সড়ক প্রশস্ত করা নিয়ে মেয়রের সঙ্গে বিরোধ দেখা দেয় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। এনিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে দুই দফা বৈঠক শেষে সোমবার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ রাস্তা প্রশস্ত করার জন্য জমি ছেড়ে দিতে সম্মত হন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান বশির আহমদ, ব্যবস্থাপনা পরিচালক ডা শাহ আব্দুল আহাদ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা ফজলুর রহমান কায়সার, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল মতিন, পরিচালক ফখরুল ইসলাম, এমদাদ হোসেন চৌধুরী, আব্দুল বারী, সিটি কাউন্সিলর রাজিক মিয়া, আব্দুল মুহিত জাবেদ, প্রকৌশলী আব্দুল আজিজ, আলী আকবর, ইসমাইল আহমদ প্রমুখ।
Leave a Reply