সিলেট সিটি কর্পোরেশন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, অ্যাডভোকেট সালমা সুলতানা, প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো আবুল ফজল, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply