সিলেট সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রোটারিয়ান মো সেলিম খানের ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ওয়ার্ডের মিয়ারবাগ, মলতখানা ও কুশিঘাট এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণকালে মো সেলিম খান বলেন, জনসেবাকে তিনি ইবাদত মনে করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনামুল হক চৌধুরী, মো আব্দুর রউফ, টুলটিকর সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মুন্নু, ইঞ্জিনিয়ার নাছির আহমদ, রোটারিয়ান রায়হান আহমদ হেলন, রোকসানা বেগম, আব্দুস শহীদ, নাহিদ আহমদ, মো আব্দুল্লাহ, মকবুল মিয়া, আলতাব হোসেন, সাহেদ আহমদ, খালেদ আহমদ, গফুর মিয়া, ইলাইছ মিয়া, আব্দুল মুকিত, আদিব আহমদ, শিপু, রুহান, শাহরিয়ার প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply