নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের অন্যান্য ওয়ার্ডের মতো ১৪ নম্বর ওয়ার্ডেও শনিবার ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
সকালে কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের কার্যালয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন করেন।
এ সময় মেয়র বলেন, শিশুরা যাতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, শিশুর মৃত্যু ঝুঁকি কমানো ও অন্ধত্ব প্রতিরোধে ৬ থেকে ১১ মাস বয়সের প্রত্যেক শিশুকে একটি করে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের প্রতি শিশুকে একটি করে লাল রংয়ের উচ্চ ক্ষমতা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
Leave a Reply