সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস আয়োজিত ১১ দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। শিশুসাহিত্যিক প্রফেসর ডা আবদুল মজিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত গবেষক-সাংবাদিক সুমন কুমার দাশ, সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি লেখক-সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, গবেষক ড কাজী কামাল আহমদ, কবি মুন্নি আখতার ও সাজন আহমদ সাজু। কবি কামাল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, জসিম বুক হাউসের সত্বাধিকারী মো জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত সমাজ প্রতিষ্ঠায়
বইয়ের কাছেই ফিরতে হবে।
তারা বলেন, মানবসমাজ এখন যে উৎকর্ষের উচ্চ শিখরে দাঁড়িয়ে আছে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বই; কিন্তু উৎকর্ষের এই অবস্থানে দাঁড়িয়ে মানুষ বইকে অনেকটাই ভুলতে বসেছে। আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে বই থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। সংবাদ বিজ্ঞপ্তি