নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী স্থগিত দুই কেন্দ্রের মোট ভোটারের মধ্যে ৩০১ জন মৃত ও প্রবাসী হওয়ায় পুনঃনির্বাচন ছাড়াই তাকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন।
বুধবার বিকেলে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে তিনি এ দাবি জানান।
গত ৩০ জুলাই সিসিক নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আরিকুল হক চৌধুরী। জয়ী হতে তার আর মাত্র ৮৮ ভোট প্রয়োজন। স্থগিত গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট সংখ্যা ৪৭৮৭। ১১ আগস্ট এ দুই কেন্দ্রে ভোট গ্রহণের কথা রয়েছে।
Leave a Reply