নিজস্ব প্রতিবেদক : আরিফুল হক চৌধুরী আবার সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের মেয়র পদে ফিরে আসছেন।
সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মো দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খান হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ বাতিল ঘোষণা করে। ফলে সিসিকে মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার সামনে আর কোন বাধা নেই।
আদালতে আরিফুল হক চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুল হালিম কাফি ও ব্যারিস্টার মঈনুল হোসেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রে নাম থাকায় ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। এ বছরের ৪ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান।
Leave a Reply