সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড উচ্ছেদ অভিযান আবারও শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন-সিসিক।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে মহানগরীর জেলরোড পয়েন্ট থেকে নাইওরপুল পর্যন্ত অনুমোদনবিহীন অবৈধ বিলবোর্ড অপসারণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো শরিফুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিদর্শন করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। অভিযানকালে জেলরোড পয়েন্টে স্থাপিত তিনটি বৃহদাকার বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্ধ করার পাশাপাশি জেলরোড সংলগ্ন স্থানে স্থাপিত অনুমোদনবিহীন ছোট আকারের বিজ্ঞাপনী বোর্ড অপসারণ করা হয়।
পরে নাইওরপুল পয়েন্টে স্থাপিত বৃহাদাকার একটি বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্ধ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, নির্বাহী প্রকৌশলী শামসুল হক, ট্যাক্সেসেশন অফিসার (চলতি দায়িত্ব) আবদুল আজিজ প্রমুখ।
Leave a Reply