নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড শনিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকার সহযোগিতায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।
সিসিকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিক সচিব মোহাম্মদ বদরুল হক। আরও উপস্থিত ছিলেন জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জু, স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ, আলবাব হোসেন চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় সিসিক সচিব মোহাম্মদ বদরুল হক জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে মহানগরীর ২৭টি ওয়ার্ডের ৬৫ হাজার ৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে রয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী স্বাভাবিক শিশু ৬ হাজার ৪শ ২২ জন, ১২ থকে ৫৯ মাস বয়সী স্বাভাবিক শিশু ৫৮ হাজার ২শ ৭৫ জন, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশু ৪০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশু ৩শ ৬২ জন।
তিনি আরও জানান, মহানগরীতে স্থায়ী ৩০টি, অস্থায়ী ১শ ২টি, ভ্রাম্যমাণ ২২টি ও অতিরিক্ত ৬১টি টিকাদান কেন্দ্রে ৩০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
Leave a Reply