ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সিলেটেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড চলছে।
শনিবার সকালে মহানগরীর বিনোধনী মাতৃসদন কেন্দ্রে সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ, আলবাব আহমদ চৌধুরী, সীমান্তিকের প্রজেক্ট ম্যানেজার পারভেজ আলম প্রমুখ।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
Leave a Reply