সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের বর্ধিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
বুধবার দক্ষিণ সুরমার বিভিন্ন পাড়ায় ত্রাণ বিতরণ কালে তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের নানামুখি সংকট তৈরি হয়েছে। তবে অব্যাহত রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের যথাসাধ্য ত্রাণ তৎপরতা। ভয়াল বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের পাশাপাশি সামর্থবানদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।
উল্লেখ্য, সিসিকের মেডিক্যাল টিম বন্যাকবলিত এলাকাসমূহে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply