সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী যত্রতত্র বর্জ্য না ফেলতে এবং ছড়া, খাল ও ড্রেনে বর্জ্য ফেলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, মহানগরীর মাটি, পানি ও পরিবেশ দূষণ রোধে নির্দিষ্টস্থানে বর্জ্য ফেলার কোন বিকল্প নেই। নগরবাসীর সহযোগিতায় সিলেটকে পরিবেশ দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক কাজ করছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর জল্লারপাড়, জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনামূলক লিফলেট বিতরণকালে সিসিক মেয়র নগরবাসীর সঙ্গে কথা বলছিলেন।
সচেতনতা মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন, সিসিক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মো শামসুল হক পাঠোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, মেয়রের সহকারী একান্ত সচিব মো সোহেল আহমদ, সহকারী প্রকৌশলী তানভীর আমহদ তামিম ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ।
প্রচারণাকালে নগরবাসীর উদ্দেশ্যে বলা হয়, যত্রতত্র বর্জ্য ফেলা পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। পরিবেশের উপাদান মাটি, পানি ও বাতাস দূষিত হয়ে অসহনীয় দুর্গন্ধ যুক্ত হওয়ায় চলাচলে পথচারীদের সমস্যা হয়। পোকা-মাকড় এবং মশা-মাছিরও বিস্তার ঘটে। এতে নানা ধরনের রোগজীবাণু ছড়ায়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply