নিজস্ব প্রতিবেদক : কার্যালয় কক্ষ তালাবদ্ধ থাকায় সিলেট সিটি করপোরশেন-সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর নগর ভবনে (অস্থায়ী) যাওয়া অনিশ্চিত হয়ে আছে।
আওয়ামী লীগ পন্থী সিসিকের ১৩ জন কাউন্সিলর সোমবার সন্ধ্যার দিকে নানা অভিযোগে নগর ভবনের দোতলায় প্রধান নির্বাহী কর্মকর্তার ও তিনতলায় ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় কক্ষে তালা ঝুলিয়ে দেন।
এ অবস্থায় সিসিকের এ দুই প্রধান কর্মকর্তার কার্যালয় কক্ষে বসে কাজ করার সুযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, কার্যালয় কক্ষ যেহেতু তালাবদ্ধ সেহেতু নগর ভবনে যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার পর দুই জনে মিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
Leave a Reply