নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ দুপুরে হযরত মানিক পীর (র) নাগরিক গোরস্তানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়া দলের প্রতিটি ওয়ার্ড নেতৃবৃন্দের উপস্থিতিতে নিজ নিজ এলাকার মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বদর উদ্দিন আহমদ কামরানের পারিবারিক কর্মসূচিতে ছিল, খতমে কোরআন, দোয়া মাহফিল এবং বিভন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিরণি বিতরণ।
Leave a Reply