নিজস্ব প্রতিবেদক : করোনা বিপর্যয়কালে সিলেট সিটি কর্পোরেশনের পানির বিল অযৌক্তিকভাবে দ্বিগুণ বৃদ্ধি করায় সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় এ প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পানির বর্ধিত বিল হ্রাস ও সর্বত্র নিরবচ্ছিন্ন পানি সরবরাহে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মহানগরীর সুরমা ম্যানশনের তৃতীয়তলায় সংগঠনের কার্যালয়ে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলনের উপস্থপানায় বক্তব্য রাখেন, উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জেলা সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মহানগর সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, কয়েছ আহমদ সাগর, মাসুদুর রহমান চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, আমীন তাহমিদ, অ্যাডভোকেট শরীফুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ ও সাবেক মেম্বার ইর্শদ আলী।
Leave a Reply