নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরী বুধবার শপথ গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিসিক মেয়র হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় আরিফুল হক চৌধুরী শপথ গ্রহণ করবেন।
এ জন্যে তিনি মা, স্ত্রী ও দুই সন্তান সহ তার পরিবারর সদস্যদের নিয়ে ঢাকায় পৌঁছেছেন। শপথ গ্রহণের এক ঘণ্টা আগে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছতে তাকে অনুরোধ জানানো হয়েছে।
মেয়রের পর একই জায়গায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সিসিকের সকল কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে আরিফুল হক চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে পরপর দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন।
একই দিন সিসিকের ২৭ জন কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরও নির্বাচিত হন।
Leave a Reply