সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ওয়ার্ডগুলোর নাগরিকদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্যে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট দাবি জানিয়েছে।
শনিবার রাতে মহানগরীর চন্ডিপুলে একটি চাইনিজ-বাংলা রেস্টুরেন্টে সংগঠনের স্টিয়ারিং কমিটির বর্ধিত সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, আইনি প্রক্রিয়ায় সিলেট সিটি কর্পোরেশন সংলগ্ন সদর ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিয়নের অংশবিশেষ সিটি কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত এলাকাগুলোকে নিয়ে ইতোমধ্যে নতুন নতুন ওয়ার্ডও গঠন করা হয়েছে। এ কারণে স্বাভাবিক কারণেই সাবেক ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম বাতিল হয়ে গেছে; কিন্তু সিটি কর্পোরেশন এসব নতুন ওয়ার্ডে বাসিন্দাদের জন্ম-মৃত্যুসনদ ও প্রত্যয়নপত্রসহ জরুরি নাগরিক সেবা পাওয়ার ব্যবস্থা করেনি। ফলে নাগরিকদের অশেষ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংগঠনের সভাপতি শেখ মো মকন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আজম খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সৈয়দ মকবুল হোসেন মাখন, চঞ্চল মাহমুদ ফুলর, শাহ আহমদুর রব, নজরুল হোসেন, আব্দুস ছত্তার, জাহাঙ্গীর খান, দিলওয়ার হোসেন রানা, ছয়েফ খান, নূরুল ইসলাম সুমন, ফুল মিয়া, অ্যাডভোকেট মামুন হোসেন, মোহাম্মদ হোসেন মিনহাজ, শাহ মো এখলাছ মিয়া প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply