বিশেষ প্রতিবেদক : সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ও তেরতন দিয়ে প্রবহমান গোয়ালীছড়ায় খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দ্রুত গতিতে চলছে।
সিলেট সিটি কর্পোরেশন-সিসিক ও বেসরকারি সংস্থা ভার্ডের যৌথ উদ্যোগে সোমবার এই অভিযান শুরু হয়। চলবে ১০ দিন। প্রতিদিন ২০ জন পরিচ্ছন্নতাকর্মী পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মহানগরীর মধ্য দিয়ে প্রবাহিত ছড়াগুলোর মধ্যে অন্যতম বৃহৎ ছড়া হচ্ছে গোয়ালীছড়া। বর্তমানে এই ছড়ার ২২ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ড দিয়ে প্রবাহিত অংশ খনন ও পরিষ্কার করার কাজ চলছে। উপশহর থেকে তেররতন হয়ে পানির প্রবাহ যাতে নির্বিঘ্নে সুরমা নদীতে মিশতে পারে সেজন্যে এই কাজ করা হচ্ছে।
সিসিকের কনজারভেন্সি শাখা জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে গোয়ালীছড়ার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ‘বাদে গোয়ালীছড়া’র পানি প্রবাহ নিশ্চিত করার জন্য অভিযান শুরু করা হবে।
সিসিকের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, মহানগরীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করতে ছড়া ও খাল দখলমুক্ত এবং খনন করা ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই।
Leave a Reply